ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার অর্জনের সুদীর্ঘ ইতিহাস ধারাবাহিকভাবে সংরক্ষণের লক্ষ্যে দ্রুত সংসদ জাদুঘর স্থাপনের তাগিদ দিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে সংসদ জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে সংসদ জাদুঘরের থিম ও উপস্থাপন কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, যত দ্রুত সম্ভব জাদুঘরের স্থান ও থিম নির্ধারণ করে নির্মাণ কাজ শুরু করা দরকার। স্থান ও থিম নির্ধারণ বিষয়টি যাতে সহজে সমাধান হয় সেজন্য এক্সপার্টদের সমন্বয়ে একটি সাব-কমিটি গঠন করা যেতে পারে।
কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব জাদুঘর নির্মাণের কাজ শুরুর উপর গুরুত্বারোপ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
সভায় আরও বক্তব্য রাখেন, হুইপ মো. শাহাব উদ্দিন, হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার, হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি, হুইপ আতিকুর রহমান আতিক, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, কাজী রোজী এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল।
এছাড়া বক্তব্য রাখেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, আইএবির সাধারণ সম্পাদক স্থপতি কাজী এম আরিফ, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএম/এএ