নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে এক বছর ও তিন শ্রমিককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কারখানা মালিককে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমেদ এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-কারখানা মালিক রবিউল ইসলাম, কারিগর সুপদ মণ্ডল, মনোরঞ্জন মণ্ডল ও পরিমল প্রামাণিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-পাঁচ এর একটি দল নিয়ে দুপুরে উপজেলার চাঁইপাড়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে রবিউল ইসলামের গুড় তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানায় ভেজাল আখের গুড় এবং চিনি, ক্ষতিকর রং ও রাসায়নিকসহ ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ পাওয়ায় রবিউল ও তার কারখানার তিন কর্মীকে কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআই