ঢাকা: রাজধানীর সাতরাস্তা হাতিরঝিল সংযোগ সড়ক প্রাথমিক সংস্কারের পর মেরুল-বাড্ডা কাঁচাবাজার এলাকার রাস্তার জলাবদ্ধতা দূর করেছে ট্রাফিক পুলিশ।
পুলিশ সদস্যরা ওই রাস্তায় দীর্ঘদিন থেকে জমে থাকা পানি মোটর দিয়ে নিষ্কাশন করে ইটের খোয়া ও পাথর ফেলে তা চলাচলের উপযোগী করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা নিজেরা উদ্যোগী হয়ে এ কাজ করেন।
স্থানীয়রা জানায়, রাস্তাটিতে জলাবদ্ধতার কারণে চলাচলের বেশ অনুপযোগী হয়ে পড়েছিলো। যান চলাচলে সৃষ্টি হয়েছিলো বিঘ্ন। জলাবদ্ধতার কারণে বাধ্য হয়ে বিভিন্ন পরিবহনের চালকেরা এক লেন সড়ক ব্যবহার করতেন। ফলে অল্পতেই বাড্ডা ও হাতিরঝিলে কয়েক কিলোমিটার যানজট লেগে থাকতো। এখন সেখানে অনায়াসে রাস্তায় গাড়ি চলছে।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউসুফ বাংলানিউজকে বলেন, রাস্তাটি ছিলো ভাঙা, সঙ্গে যোগ হয়েছিলো জলাবদ্ধাতা। ফলে সেখানে অল্পতেই যানজট লাগতো। আমরা স্থায়ী সমাধান দিতে না পারলেও রাস্তাটি যান চলাচলের উপযোগী করেছি।
তিনি বলেন, এ অবস্থা দূর করার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে ইটের খোয়া ও পাথর সংগ্রহ করেছি। তারপর পিকআপ ভাড়া করে তা রাস্তায় ফেলার ব্যবস্থা করি। এখন জলাবদ্ধতা দূর হয়েছে এবং যানজট নেই।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমআইকে/টিআই