সিলেট: সিলেট মেট্রো এলাকায় যান চলাচলে লাগবে আলাদা রুট পারমিট এবং ফিটনেস (মেট্রো ফিটনেস)। জানুয়ারি থেকে আলাদা ভলিয়মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ও মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির সভাপতি রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১ জানুয়ারি হতে মহানগর এলাকায় চলাচলকারী বৈধ যান্ত্রিক যানবাহন সমূহের নতুন রেজিস্ট্রেশনের সময় সিলেট-মেট্রো নম্বর সরবরাহের কার্যক্রম শুরু হবে।
একই সঙ্গে সিলেট মেট্রো ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (এমডিসিটিবি) এর কার্যক্রম শুরু করার পাশাপাশি মেট্রোপলিটন এলাকায় রুট পারমিট প্রদান এবং মেট্রো ফিটনেস এর জন্য আলাদা ভলিয়ম এর কার্যক্রম শুরু হবে।
মহানগর এলাকায় চলাচলকারী যানবাহনের শৃংখলা রক্ষা ও যানবাহন সংক্রান্ত নাগরিক সুবিধা সম্প্রসারিত করার লক্ষ্যে এই কার্যক্রম সংক্রান্ত এক বিজ্ঞপ্তিও সংবাদ মাধ্যমে পাঠানো হয়।
এ ব্যাপারে সিলেট বিআরটিএ’র সহকারী পরিচালক এনায়েত হোসেন মন্টু বাংলানিউজকে বলেন, জানুয়ারি মাসে মহানগর এলাকায় চলাচলকারী যানবাহন হিউম্যান হলার ও সিএনজি অটেরিকশার ক্ষেত্রে মেট্রো পারমিট এবং মেট্রো ফিটনেস দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এনইউ/আরআই