ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহালছড়িতে রাস উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
মহালছড়িতে রাস উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪০তম রাস উৎসব।

মঙ্গলবার(২৪ নভেম্বর) রাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়েছে।

এর আগে সন্ধ্যায় প্রদীয় জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. হুমায়ুন কবির।

এ সময় মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেমায়ূন কবির, রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি রতন কুমার শীলসহ বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবে যুগে যুগে শ্রী কৃষ্ণের বিভিন্ন রুপে অবতারের লীলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে মন্দিরের আশপাশে বসেছে মেলা। মাটির সামগ্রী, ঘর সাজানোর জিনিসসহ বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আগামী ২৯ নভেম্বর ভোরে শেষ হবে এই রাস উৎসব। এদিকে খাগড়াছড়ির লক্ষী নারায়ন মন্দিরেও শুরু হয়েছে রাস উৎসব।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।