ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হিলিতে ২ কেজি গানপাউডারসহ আটক ২

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, নভেম্বর ২৫, ২০১৫
হিলিতে ২ কেজি গানপাউডারসহ আটক ২ ছবি: প্রতীকী

হিলি(দিনাজপুর): হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকা থেকে দুই কেজি গানপাউডারসহ দুই যুবককে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার(২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামের বাছের আলীর ছেলে তৌকির হোসেন (২২)ও ছামাদ (২৮)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গানপাউডারসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পিসি
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।