ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে শিবিরকর্মী নিহতের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
যশোরে শিবিরকর্মী নিহতের ঘটনায় মামলা

যশোর: যশোরে দুর্বৃত্তদের গণপিটুনিতে ছাত্রশিবির কর্মী নিহত ও পুলিশের অভিযানে হাত বোমা-বই, লিফলেট উদ্ধারের ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল আলম ও (এসআই) নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।



যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে জানান, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সরকারি এমএম কলেজের আসাদ হলের সামনে ছাত্রশিবিরের সঙ্গে কিছু দুর্বৃত্তের বিরোধে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গণপিটুনির শিকার শিবিরকর্মী হাবিবুল্লাহ, কামরুল হাসান ও আল মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় এসআই শাহাবুল আলম বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে, মামলার এজাহারে একই ঘটনায় গুরুতর আহত কামরুল হাসানের মৃত্যুর বিষয় উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, একইদিন (২৪ নভেম্বর) সকালে শহরের শহরের রেলগেট এলাকার শাহরিয়ার হোটেলের পেছনে অনিক ছাত্রাবাসে অভিযান চালিয়ে একটি হাতবোমা, ছাত্রশিবিরের প্রকাশনার বিভিন্ন ধরনের বই ও লিফলেট উদ্ধারের ঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পিসি

** গোপন বৈঠককালে পিটুনির ঘটনায় আরও এক শিবির কর্মীর মৃত্যু
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।