ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুলাউড়ায় ৬ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, নভেম্বর ২৫, ২০১৫
কুলাউড়ায় ৬ জুয়াড়ির কারাদণ্ড ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর এলাকায় জুয়ার আসর থেকে আটক ছয় জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ দণ্ডাদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-হোসেন মিয়া (২৯, ফুল মিয়া (৩০), মনু আহমদ (৩০), মঞ্জুর মিয়া (২৮), সাইফুল আহমদ (৩২) ও রাতুল মিয়া (২৭)। তাদের বাড়ি কুলাউড়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়াসিন মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় জুয়ারিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ