ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৪০ মণ কারেন্ট জাল জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, নভেম্বর ২৫, ২০১৫
৪০ মণ কারেন্ট জাল জব্দ, আটক ২ (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর বংশালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪০ মণ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (নভেম্বর ২৫) সকালে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য প্রায় ২১ লাখ টাকা।

ঢাকা মহানগর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, জব্দকৃত কারেন্ট জালগুলো বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে ঢাকা থেকে মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সকালে কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
কুদ্দুস আরও জানান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের শাস্তি প্রদান করা হবে। সে প্রক্রিয়া চলছে।

কারেন্ট জালগুলো বুধবার দুপুরে বংশালের বাংলাদেশ মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে জানান কুদ্দুস।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এনএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।