ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করবে স্পেন। স্পেনিশ ভাষায় বই আকারে তারা অনুবাদের উদ্যোগ নিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্দো দে লাইগেসিয়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা জানান।
স্পেনের রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী স্পেনিশ ভাষায় অনুবাদের জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা হয়েছে।
পরে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখন শুধু স্পেনে বসবাসকারী মানুষই এই ভাষা ব্যবহার করে না, পৃথিবীর অনেক দেশ এই ভাষা ব্যবহার করছে। সব দেশেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটি তারা প্রকাশ করার আগ্রহ ব্যক্ত করেছেন।
এটি ভালো উদ্যোগ জানিয়ে বাণিজ্যমন্ত্রী স্পেনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
সম্প্রতি জাপানি ভাষায় অনূদিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’। জাপানের প্রকাশনা প্রতিষ্ঠান দ্য আশাহি শোতেন প্রকাশনী বইটি বের করেছে। চলতি বছরের ০১ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এমআইএইচ/আইএ