ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ কেজি গাঁজা ও ১৬০ বোতল হুইস্কি জব্দ

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, নভেম্বর ২৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ কেজি গাঁজা ও ১৬০ বোতল হুইস্কি জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজা ও ১৬০ বোতল হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।



বিজিবি সূত্র জানায়, কসবা বিওপির টহল কমান্ডার নূরুল হকের নেতৃত্বে কসবার আকসিন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করে বিজিবির একটি দল। একই সময় কসবার মঈনপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা ৯০ বোতল হুইস্কি ও এক কেজি গাঁজা জব্দ করে।

এছাড়া কসবার কাজীয়াতলী বিওপির টহলরত বিজিবি সদস্যরা ২৩ বোতল হুইস্কি ও আখাউড়ার মনিয়ন্ধ বিওপির টহলরত বিজিবি সদস্যরা আরো ৪৭ বোতল হুইস্কি জব্দ করে। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান অভ্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।