আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজা ও ১৬০ বোতল হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, কসবা বিওপির টহল কমান্ডার নূরুল হকের নেতৃত্বে কসবার আকসিন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করে বিজিবির একটি দল। একই সময় কসবার মঈনপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা ৯০ বোতল হুইস্কি ও এক কেজি গাঁজা জব্দ করে।
এছাড়া কসবার কাজীয়াতলী বিওপির টহলরত বিজিবি সদস্যরা ২৩ বোতল হুইস্কি ও আখাউড়ার মনিয়ন্ধ বিওপির টহলরত বিজিবি সদস্যরা আরো ৪৭ বোতল হুইস্কি জব্দ করে। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান অভ্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআই