ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে কম্বল পেলেন সাড়ে তিন হাজার দরিদ্র নারী-পুরুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
গাংনীতে কম্বল পেলেন সাড়ে তিন হাজার দরিদ্র নারী-পুরুষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর এলাকার সাড়ে তিন হাজার হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছেন খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার)।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের অফিসের সামনে এ কম্বল বিতরণ করা হয়।



খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি সাহানা ইসলাম শান্তনা, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন।

খাদিজা-আশরাফ ফাউন্ডেশন গাংনী পৌর এলাকার সাড়ে তিন হাজার হতদরিদ্র নারী-পুরুষকে রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে চাল ও বিশেষ দিনে শাড়ি ও  লুঙ্গি বিতরণ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।