ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বাংলাদেশ-ভারতের ডিসি-ডিএম পর্যায়ে বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
কুড়িগ্রামে বাংলাদেশ-ভারতের ডিসি-ডিএম পর্যায়ে বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনাসহ ছয়টি বিষয় নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও ভারতের আসাম রাজ্যের ধুবরী ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট (ডিএম) পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুই দিনের এই বৈঠক শুরু হয়।

প্রথম দিনের বৈঠক বিকেল ৫টা পর্যন্ত চলে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নেতৃত্বে বাংলাদেশের পক্ষে আট সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে। পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবর রহমান পাটোয়ারী এই দলে রয়েছেন।

অপরদিকে, ভারতের পক্ষে অংশ নিয়েছেন দুই সদস্যের প্রতিনিধি দল। তারা হলেন- ধুবরী জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও ধুবরী জেলা নির্বাচন কর্মকর্তা দিগন্ত দাস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালন প্রতিরোধ, সোনাহাট স্থলবন্দরের উন্নয়ন, দুই দেশের সংশ্লিষ্ট জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমসহ ছয়টি বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।