ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে পৃথক ঘটনায় তিন মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সিলেটে পৃথক ঘটনায় তিন মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটে পৃথক ঘটনায় তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর খরাদিপাড়া, দক্ষিণ সুরমা ও শাহপরান এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর মধ্যে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে খরাদিপাড়া থেকে কনি রানী পাল (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বেহেলি গ্রামের গোপেন্দ্র চন্দ্র পালের মেয়ে। এ ব্যাপারে কনির পরিবারের কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাংলানিউজেকে জানান, মোমিনখলা এলাকার আমীন মিয়ার কলোনির একটি কক্ষে কাদিরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিনগত রাতে কোনো এক সময় সে আত্মহত্যা করেছে। কাদিরুল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আহমদপুর গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে।

অন্যদিকে, সদর উপজেলার খাদিম পাড়ার বাইপাস থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মহানগরের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদিমপাড়ার পাঁচ ঘরি গ্রামের পাশে বাইপাস সড়কে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এনইউ/এএএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।