ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নাদিরা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ময়মনসিংহে নাদিরা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ: ময়মনসিংহে মেধাবী ছাত্রী নাজিরা আক্তার নাদিরার (১১) খুনি প্রাইভেটকার চালক শাহজাহান হাবিব মুন্নার ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর মাসকান্দার জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে এ বিক্ষোভ-মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে তা আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জন উদ্যোগের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত এ হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া আসামি মুন্নার ফাঁসি দাবি করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

গত ১৩ নভেম্বর জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিরাকে ভিলিয়ে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যান প্রাইভেটকার চালক শাজাহান হাবিব মুন্না। পরে ওই স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যান তিনি। ওই রাতেই পুলিশ মুন্নাকে আটক করে।

বাংলাদেশ সময় ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।