ঢাকা: মাইন উদ্দিন খন্দকারের প্রথম মৃত্যুবাষির্কীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কারা মহাপরিদর্শক ছিলেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় মাইন উদ্দিন খন্দকারের কর্মময় জীবন ও স্মৃতি নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পিএসসি’র চেয়ারম্যান একরাম আহমেদ, সদস্য আবুল কাশেম মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবু নাসের চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম ও মাইন উদ্দিন খন্দকারের পরিবারের সদস্যরা। তার ভাই মহসীনুল হক খন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মাইন উদ্দিন খন্দকার গত বছর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হার্টের সমস্যা নিয়ে গত বছর ১৭ নভেম্বর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন অবসরপ্রাপ্ত অতিরিক্ত এই সচিব। সেখানে অপারেশন করে হার্টে রিং পরানো হয়। কিন্তু মস্তিষ্ক, কিডনি ও হার্টে ইনফেকশন দেখা দিলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন, পরে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
একে/আইএ