ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য মোকতাদিরকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য মোকতাদিরকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 
এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ ওই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং তার  উদ্দেশে মানপত্র পাঠ করা হয়।

সংবর্ধনাকালে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মেয়র মো. হেলাল উদ্দিন শহরের 'চাবি' মোকতাদির চৌধুরীর হাতে তুলে দেন।

সংবর্ধনার জবাবে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, এত মানুষের সমাগম দেখে আমি আপ্লুত। শুধু এট‍ুকু বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করছি আমি।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনু্ষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সংবর্ধনা কমিটির সদস্য সচিব ওসমান গণি সজিব।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।