ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘নারী নির্যাতনের ঘটনা বাড়ছেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
‘নারী নির্যাতনের ঘটনা বাড়ছেই’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী নির্যাতনের ধরণ ও মাত্রা নানাভাবে বেড়েই চলছে বলে দাবি করেছেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল।  

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত পতাকা মিছিল ও সমাবেশে তিনি এ দাবি করেন।



সুলতানা কামাল বলেন, ‘নানা বিশ্লেষণে দেখা যায়, দেশে নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা অনেক বেড়েছে। কিন্তু যে বিষয়টি আমাদের উৎকন্ঠায় রেখেছে, তা হলো নারী নির্যাতনের প্রকটতা, ধরণ এবং মাত্রাও বেড়েছে। ’ 

‘আমরা এমন একটি জায়গায় আছি, যেখান থেকে কখনই স্পষ্টভাবে বলতে পারবো না- নারী নির্যাতন নিয়ে কথা বলার বা প্রশ্ন তোলার সময় শেষ হয়ে এসেছে। এটা হলে খুবই ভালো হতো। ’

তিনি বলেন, ‘ছাত্রী নির্যাতনের ঘটনায় ভিকারুন্নিসা স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় প্রত্যেকের মনে একটা আশার আলো জেগেছে। ন্যাক্কারজনক এ ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ের মধ্যদিয়ে বিচার ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন এসেছে। ’

সুলতানা কামাল বলেন, রাষ্ট্রে নারী-পুরুষ সমান মর্যাদা নিয়ে বাঁচবে। তাই সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা দিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ভূমিকা রাখেতে হবে।

নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেন, নারী নির্যাতন একটি মানবাধিকার লংঘন। ঘরে বাইরে এক হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পাশাপাশি নির্যাতনমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর গীতি আরা নাসরিনের সঞ্চালনায় সমাবেশে আমরাই পারি’র জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, অক্সফ্যাম-এর প্রতিনিধি এম বি আখতার, ফারহানা হাফিজ, বনশ্রী মিত্র,কল্পনা বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

পতাকা মিছিলের আগে শহীদ মিনার প্রাঙ্গণে আমরাই পারি’র চেঞ্জমেকার নাট্যদল একটি সচেতনতামূলক পথনাটক এবং যৌনকর্মীদের নাট্যদল আরেকটি পরিবেশনা করে।

মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী নির্যাতন বন্ধের শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এদিকে নারী নির্যাতন বন্ধে সচেতনতা সৃষ্টি করতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পেইনের আয়োজন করেছে আমরাই পারি জোট।

এর ‌আওতায় রাজধানীর ১৫০টি স্পটে পোস্টার প্রদর্শন করা হবে। পাশাপাশি আগামী ২৬-২৮ নভেম্বর পর্যন্ত ‘তারুণ্যে শক্তিতে বন্ধ হোক নারীর প্রতি সকল নির্যাতন’ স্লোগান নিয়ে গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনের একটি স্টুডেন্ট চেঞ্জমেকার সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়:১৭২১ ঘণ্টা,২৫ নভেম্বর,২০১৫
এমআইকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।