বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স পণ্যসহ ৪ চোরাচালানিকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ভারত সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর গ্রাম থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, খুলনার দৌলতপুর এলাকার সলেমানের ছেলে আজাদ (৩২), জলিল মণ্ডলের ছেলে ঝন্টু (৪০), রহিম বিশ্বাসের ছেলে লিটন (৩৫) ও কুষ্টিয়ার চরপাড়া গ্রামের তাজেল মণ্ডলের ছেলে দুলাল (৩০)।
বিজিবি-২১ ব্যাটালিয়নের বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, তাদের কাছে গোপন খবর আসে কয়েকজন চোরাচালানি ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী নিয়ে সীমান্ত পার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ চোরাচালানিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ লাখ ৪১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্য উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিক বাংলানিউজকে জানান, আটক চোরাচালানিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ