ঢাকা: মায়ের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবে, শিশুটির বায়না ছিল এমনই। মাও কথা রেখে কোলে না নিয়ে হাঁটিয়ে নিয়ে গেলেন ঠিকই।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মির্জা আব্বাস ডিগ্রি কলেজের সামনে ঘটে এই দুর্ঘটনা।
সিফাত নামে সাড়ে তিন বছরের শিশুটি রিকশার ধাক্কায় মায়ের হাত থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে আগারগাঁওয়ের শিশু হাসপাতাল, সবশেষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশু সিফাতের মা নাসিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বাংলানিউজকে বলেন, আমার সঙ্গে ঘুরতে যায় সিফাত। হাত ধরে রাস্তা পার হচ্ছিল সে। হঠাৎই একটি রিকশা এসে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় পাশের রাস্তায়। তাকে আর বাঁচানো গেলো না...।
সিফাতের বাবার নাম ইমন আলী, তিনি পেশায় নৈশপ্রহরী। তাদের দুই ছেলে। আরেক জনের নাম রিফাত। বাড়ি রেলওয়ে কলোনির খালেকের বস্তিতে।
বর্তমানে সিফাতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের লোকজন নিয়ে যেতে পারবেন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এজেডএস/আইএ/এইচএ/