ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মায়ের সঙ্গে হেঁটে রাস্তা পেরোতে গিয়ে প্রাণ গেলো শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, নভেম্বর ২৫, ২০১৫
মায়ের সঙ্গে হেঁটে রাস্তা পেরোতে গিয়ে প্রাণ গেলো শিশুর

ঢাকা: মায়ের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবে, শিশুটির বায়না ছিল এমনই। মাও কথা রেখে কোলে না নিয়ে হাঁটিয়ে নিয়ে গেলেন ঠিকই।

কিন্তু শিশুটি আরও পারলো না হেঁটে যেতে! কোলে নিতেই হলো, রক্তাক্ত শরীর; এরপরের গন্তব্য স্থানীয় হাসপাতাল হয়ে না ফেরার দেশ।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মির্জা আব্বাস ডিগ্রি কলেজের সামনে ঘটে এই দুর্ঘটনা।

সিফাত নামে সাড়ে তিন বছরের শিশুটি রিকশার ধাক্কায় মায়ের হাত থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে আগারগাঁওয়ের শিশু হাসপাতাল, সবশেষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিশু সিফাতের মা নাসিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বাংলানিউজকে বলেন, আমার সঙ্গে ঘুরতে যায় সিফাত। হাত ধরে রাস্তা পার হচ্ছিল সে। হঠাৎই একটি রিকশা এসে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় পাশের রাস্তায়। তাকে আর বাঁচানো গেলো না...।

সিফাতের বাবার নাম ইমন আলী, তিনি পেশায় নৈশপ্রহরী। তাদের দুই ছেলে। আরেক জনের নাম রিফাত। বাড়ি রেলওয়ে কলোনির খালেকের বস্তিতে।

বর্তমানে সিফাতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের লোকজন নিয়ে যেতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এজেডএস/আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ