ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাই’র কবলে বিকেএসপির ছাত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রাজধানীতে ছিনতাই’র কবলে বিকেএসপির ছাত্র

ঢাকা: রাজধানীর তুরাগ দলিপাড়া এলাকায় মো.শামীম খান (১৮) নামে বিকেএসপির শিক্ষার্থীকে মারপিট করে কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় তিনি গুরুতর আহত হন।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহতের ভাই আব্দুল আজিজ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, আমরা তুরাগ বাদলতলী বটতলা এলাকায় থাকি। শামীম বিকেএসপির ছাত্র। বিকেএসপি থেকে প্রশিক্ষণের কাজে বগুড়া গিয়েছিলো সে। সেখান থেকে ফেরার পথে সকালে দলিপাড়া এলাকায় পৌঁছালে ৪/৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে কাছে থাকা সবকিছু দিতে বলে। সে দিতে না চাইলে তাকে মারপিট করে কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে শামীম মাটিকে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ভাই আজিজ।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এজেডএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।