ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আক্কেলপুরে জিরা ভর্তি ট্রাকসহ চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, নভেম্বর ২৬, ২০১৫
আক্কেলপুরে জিরা ভর্তি ট্রাকসহ চালক আটক ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরের রেলগেট এলাকা থেকে আড়াই হাজার প্যাকেট জিরা ভর্তি ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) গভীররাতে তাকে আটক করা হয়।



আটক ট্রাকচালকের নাম রেজাউল ইসলাম (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকার বাসিন্দা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ভারত থেকে পাচার করে আনা জিরা ট্রাকে নিয়ে গভীররাতে জামালগঞ্জ থেকে বগুড়া যাচ্ছিলেন রেজাউল। খবর পেয়ে পুলিশ আক্কেলপুর শহরের রেলগেট এলাকায় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় ওই ট্রাকে ২৫শ’ পাঁচ প্যাকেট ভারতীয় জিরা পাওয়ায় চালক রেজাউলকে আটক করা হয়। যার দাম সাত লাখ ৫১ হাজার টাকা।

জিরা ভর্তি ট্রাক উদ্ধারের ঘটনায় রাতেই চালক রেজাউল, ট্রাকের মালিক মিলটন ও জামালগঞ্জের চিহ্নিত চোরাকারবারী (জিরার মালিক) আনোয়ার হোসেন বাবুকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ