ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু রবিউল হত্যার বিচার দাবিতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
শিশু রবিউল হত্যার বিচার দাবিতে র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার শিশু রবিউল হত্যার দ্রুত বিচার ও শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে বরগুনায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মিলনায়তনে শেষ হয়।



পরে সার্কিট হাউজ মিলনায়তনে শিশু অধিকার সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে শিশুদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন জেলা প্রশাসক।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) প্রকৌশলী মো. আবদুল্লাহ, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু ও শারমিন রিমা প্রমুখ।

জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, প্লান ইন্টারন্যাশনায় বাংলাদেশের সহযোগিতায় এনসিটিএফ বরগুনা এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।