ঢাকা: সংস্কৃতি চর্চা মানুষকে সাহসী চেতনায় উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
দেশের বিভাগীয় বইমেলার আয়োজন নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান নূর বলেন, ধর্মান্ধ গোষ্ঠী বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি করছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। সংস্কৃতি চর্চা মানুষকে সাহসী চেতনায় উদ্বুদ্ধ করবে, সংঘবদ্ধ রাখবে এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম মাধ্যম হলো তার সংস্কৃতি। বাংলাদেশের বহমান সংস্কৃতি, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন শিল্প-সাহিত্য সংরক্ষণ, গবেষণা ও সৃষ্টিশীল কাজের উৎকর্ষ সাধনে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
এ দেশের বৈচিত্র্যপূর্ণ সমৃদ্ধ সংস্কৃতি লালন, বিকাশ ও উন্নয়নে মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএমএ/টিআই
** বিভাগীয় বইমেলা শুরু শনিবার