ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, নভেম্বর ২৬, ২০১৫
যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যৌতুক না পেয়ে শারমীন খাতুন (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



মৃত শারমীন সদর উপজেলার ছোনগাছা ডিগ্রিপাড়া গ্রামের সোহাগের স্ত্রী ও একই ইউনিয়নের চর ছোনগাছা গ্রামের শিহাব উদ্দিনের মেয়ে।

এদিকে, এ ঘটনায় স্বামী সোহাগকে আটক করেছে পুলিশ।


মৃতের বাবা শিহাব উদ্দিন জানান, ২ বছর আগে ডিগ্রিপাড়া গ্রামের মৃত গোলাইয়ের ছেলে সোহাগের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুক চেয়ে শারমীনকে চাপ দেন সোহাগ।

এজন্য মাঝে-মধ্যেই শারমীনকে মারধর করতেন স্বামী ও ‍তার পরিবারের লোকজন। একপর্যায়ে বুধবার বিকেলে শারমীনকে মারধর করে শ্বাসরোধে হত্যা করে। পরে সন্ধ্যার দিকে মৃত অবস্থায় শারমীনকে হাসপাতালে নিয়ে এসে আত্মাহত্যা বলে প্রচারণা চালায়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম টুটুল বাংলানিউজকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের খবরে সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ