সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু রাখাল নিহত হওয়ার ঘটনায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) দুপুর ২টায় তলুইগাছা বিওপি’র চারাবাড়ি নোম্যানস ল্যান্ডে এ পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন।
অপরদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ’র ৭৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাকেশ কুমার।
বৈঠক শেষে লে. কর্নেল আরমান হোসেন জানান, বৈঠকে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু রাখাল নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়। তারা দুঃখ প্রকাশ করে এমন ঘটনা আর ঘটবে না বলে জানিয়েছে।
বৈঠকে বিএসএফ বাংলাদেশি গরু রাখালদের মরদেহ হস্তান্তরের বিষয়ে সম্মত হয়েছে। বৈঠক শেষে ফিরে যেয়েই তারা মরদেহ হস্তান্তরের বিষয়ে প্রক্রিয়া শুরু করবেন।
বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির অধীনস্থ কেড়াগাছি সীমান্তের বিপরীতে ভারতের তারালি এলাকায় নিহত হন কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার লোকমান সরদারের ছেলে আব্দুল খালেক ও সদর উপজেলার পাচরখী গ্রামের শের আলীর ছেলে নজরুল।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি/