ঢাকা: ঠিকাদারদের কাজ প্রকৌশলীদের বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তাদের (ঠিকাদার) মুখ দেখতে চাই না। ইট-বালু ফেলে রাখবেন, আবার কম হলে কাজ বন্ধ রাখবেন, তা হবে না।
শনিবার (৫ ডিসেম্বর) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আয়োজিত জাতীয় সম্মেলন-২০১৫ ও ২১তম কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রতিটি নির্বাচনী এলাকায় ২০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এ প্রকল্পের আওতায় ১০টি করে প্রতিষ্ঠানে ভবন নির্মাণ ও ১০টি করে প্রতিষ্ঠানে সংস্কার কাজ হবে।
মন্ত্রী এ সময় প্রকৌশলীদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে যেন সুন্দর হয়। তাহলে শিক্ষার্থীদের স্কুলে যেতে আগ্রহ বাড়বে।
তিনি জানান, তিন হাজার মাধ্যমিক স্কুলের ভবন নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। ১২ হাজার মাদ্রাসার ভবন নির্মাণও শেষ হয়েছে। সেই সঙ্গে দেড় হাজার কলেজের ভবন নির্মাণে নতুন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী এটিরও অনুমোদন দিয়েছেন।
এ সময় তিনি প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী মঞ্চে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বলেন, প্রকৌশলীদের এক হাজার ৩২৭টি পদের মধ্যে ৪৭টি শূন্য রয়েছে। আগামীকাল (৬ ডিসেম্বর) কমিটি করে শূন্যপদে প্রকৌশলী নিয়োগের ব্যবস্থা করবেন।
সহকারী প্রকৌশলীদের অফিস দিতে থানা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
অধিবেশনের আয়োজক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন শিক্ষা সচিব (দায়িত্বে) এ এস মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এফবি/আরএইচ/এইচএ/