হিলি(দিনাজপুর): দিনাজপুরের হিলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাঝে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবি হিলি সিপি ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচারসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
এর আগে পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক জোতিন্দ্রর সিং বিনজি’র নেতৃত্বে নয় সদস্যের বিএসএফের প্রতিনিধি দলটি সীমান্তের চেকপোস্ট গেটে এলে বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবির সরকার ও অপারেশন অফিসার মেজর নাসির ইমাম রুমি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা বিজিবি হিলি সিপি ক্যাম্পের গোলঘরে বৈঠকে মিলিত হন।
বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক জোতিন্দ্রর সিং বিনজি, টুআইসি ডিএস চাভান, বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার এসি কে এস রাটোর, বালুপাড়া বিওপি ক্যাম্প কমান্ডার এসি ভারত সিং পাল, ইন্সপেক্টর কমল জিৎ সিং, এএসআই দর্শন শিং, রাজ কুমার, কনস্টেবল লতু পাল ও পঙ্কজ।
বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আব্দুল খবির সরকার ও অপারেশন অফিসার মেজর নাসির ইমাম রুমি, বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সিরাজুল ইসলাম, আটাপাড়া ক্যাম্প কমান্ডার মফিজুল ইসলাম, হিলি সিপি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ও আব্দুল সামাদ।
বৈঠক শেষে বিএসএফ সদস্যরা হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে পুনরায় ভারতে চলে যান।
বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আব্দুল খবির সরকার জানান, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে এধরনের বৈঠকের উদ্দেশ্য হচ্ছে, দুই বাহিনীর মাঝে বিরাজমান পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করা। এর ফলে সীমান্তের অনেক অমিমাংসিত বিষয় নিয়ে মুখোমুখি বসে খুব সহজেই সমাধান করা যায়। যা চিঠির মাধ্যমে অনেক সময় নেয়।
তিনি আরো বলেন, বৈঠকে মাদক পাচার ও চোরচালান রোধে দু’পক্ষ একসঙ্গে কাজ করতে একমত হয়েছি। এছাড়াও বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এধরনের আলোচনা অব্যাহত থাকলে আগামীতে সীমান্ত পরিস্থিতি আরো সুন্দর থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ