ঢাকা: অগ্রাহায়ণের মাঝামাঝি। পদ্মাপাড়ের কুয়াশাচ্ছন্ন শেষ বিকেলে উষ্ণতা দিচ্ছে মিঠে রোদ।
ছোট্ট ফুলে ডানা উঁচিয়ে মধুসন্ধানী প্রজাপতির দেখা পেয়ে কি আর এড়িয়ে যাওয়া যায়!
আলোকচিত্রীর ক্যামেরায় বন্দি হওয়া ছাড়া বেখেয়ালি প্রজাপতির আর কীই বা করার রয়েছে।
এ প্রজাপতির বৈজ্ঞানিক নাম দানাউস ক্রিসিপ্পাস। পাখাসহ এদের ব্যাস আড়াই থেকে তিন ইঞ্চি।
কালো ছিট ও বাদামি এ প্রজাপতি এশিয়া ও আফ্রিকায় বেশি দেখা যায়।
ক্রিসিপাসের পাখার ওপরের দিক নিচের দিকের চেয়ে বেশি উজ্জ্বল। পাখার ভিতরের অংশের রঙ খানিকটা মেটে।
প্লেইন টাইগার ওরফে ক্রিসিপাস নারী প্রজাপতিরা পুরুষ প্রজাপতির তুলনায় আকারে বড়।
বলে রাখা ভালো- আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, শ্রীলঙ্কার পূর্বাংশ, ভারত, মায়ানমার, চীন ও ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এদের বিচরণ অনেক বেশি।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএস