ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভ্যান চালক নিহত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।



নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কালীবালা গ্রামের আবুল হোসেনের ছেলে মন্টু মিয়া (২৮) এবং শাঁখারিয়া গ্রামের মৃত খাদেম সরদারের ছেলে জামিলুর (২৯)।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মন্টু মিয়া সকাল সাড়ে ৮টার দিকে সবজি বোঝাই ভ্যান চালিয়ে মাটিঢালী-পীরগাছা সড়কে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে সকাল পৌনে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাক চাপায় জামিলুর মারা যান।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।