সাভার (ঢাকা): সাভারের আল-মুসলিম গার্মেন্টসে আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা বাংলানিউজকে জানান, সকালে আল-মুসলিম গার্মেন্টসের ১১তলা ভবনের চতুর্থ তলায় হঠাৎ করে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। এসময় আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন অন্তত ২০ জন শ্রমিক।
তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
পরে শ্রমিকরা কারখানার বাইরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
আহত শ্রমিকদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএ/