ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ভটভটি উল্টে নিহত ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
পার্বতীপুরে ভটভটি উল্টে নিহত ১

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে জয়নাল আবেদিন (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ভটভটি চালকসহ দুইজন।



সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হাবড়া-আমবাড়ী সড়কের মরনাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নালের বাড়ি উপজেলার হাবড়া ইউনিয়নের কুটিপাড়ায়।
 
আহতরা হলেন-একই ইউনিয়নের কুশুলপুর এলাকার আকবর আলী (৫০) ও ভটভটি চালক বাড়াইপাড়ার রেজাউল (৪৫)।

স্থানীয় লোকজন ও পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাকসুদা জানান, সকাল ১১টার দিকে  মরনাই ব্রিজের কাছে যাত্রীবাহী ভটভটি উল্টে গেলে জয়নালসহ ওই তিনজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে জয়নালের মৃত্যু হয়। পরে বাকি দুইজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।