পঞ্চগড়: মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ডিজেল চালিত থ্রি হুইলার(পাগলু), নসিমন, করিমন, ভটভটি সহ সব প্রকার অবৈধ তিন চাকার যানবাহন বন্ধের দাবিতে চলছে পঞ্চগড় জেলার আভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
সোমবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে এ ধর্মঘট।
৬ ডিসেম্বর সকাল থেকে জেলা মটর মালিক সমিতি ও তিনটি শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের (২৬৪) সভাপতি রেনু মিয়া বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ বিষয়ে জেলা মটর মালিক সমিতি কার্যালয়ে আমাদের মালিক-শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে।
পঞ্চগড় জেলা মটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু বাংলানিউজকে বলেন, মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচলের প্রতিবাদ আমাদের দীর্ঘদিনের এছাড়া মহাসড়কে এগুলো চলাচলে সরকারেরও নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও অবাধে এসব অবৈধ যান চলাচল করায় এই কর্মসূচি দিয়েছি।
দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। মটর মালিক সমিতির সঙ্গে আরও তিনটি শ্রমিক সংগঠন কর্মসূচি পালন করছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ৫২০১৩
পিসি/