ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে বাসচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, ডিসেম্বর ৭, ২০১৫
লক্ষ্মীপুরে বাসচাপায় নারী নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পুলিশ লাইন্স এলাকায় বাসের চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে শিশুসহ আরো পাঁচজন।



সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়ছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, দুপুরে পুলিশ লাইন্সের কাছে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হয় শিশুসহ আরো পাঁচ যাত্রী।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।