ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে জঙ্গিবাদের বিরুদ্ধে পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, ডিসেম্বর ৭, ২০১৫
নাটোরে জঙ্গিবাদের বিরুদ্ধে পদযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: ‘মৌলবাদ, জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে নাটোরে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক পদযাত্রা।

রোববার (৬ ডিসেম্বর) শুরু হওয়া পদযাত্রাটি বাগাতিপাড়া উপজেলার নন্দীকূজা বড়াল নদীর পাড় থেকে মিশ্রিপাড়া, বাটিকামারি, চিন্নাপুরসহ বিভিন্ন এলাকার ১৪ কিলোমিটার পথ ঘুরে সোমবার বিকেলে ঘোড়লাজ গ্রামে এসে শেষ হয়।



পদযাত্রায় ১০টি পয়েন্টে মৌলবাদ, বাল্যবিয়ে, যৌতুক, তালাক প্রভৃতি বিষয়ের ওপর স্থানীয় ক্ষুদ্র মালঞ্চি ও নূরপুর মালঞ্চী সাংস্কৃতিক দল পথনাটক ও সংগীত পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।