পিরোজপুর: ৮ ডিসেম্বর পিরোজপুর হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে পাক হানাদারদের কবল থেকে মুক্ত হয় পিরোজপুর।
এদিন বাংলার দামাল মুক্তিযোদ্ধারা পিরোজপুর থেকে পাক বাহিনীকে হটিয়ে পিরোজপুরে উড়িয়ে দেন স্বাধীন বাংলাদেশের পতাকা।
দিবসটি উদযাপনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর