ঢাকা: দেশপ্রেমের শপথ নিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে বুধবার (০৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষরের করার পর থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করে আসছে কমিশন।
কমিশনের প্রধান কার্যালয়ের সামনে থেকে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বর্নাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি কাকরাইল মোড়, বিজয়নগর, তোপখানা রোড হয়ে প্রেসক্লাবের সামনে যায়। সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালনের পর র্যালিটি মৎস্য ভবন হয়ে দুদকের প্রধান কার্যালয়ে এসে শেষ হবে।
মানববন্ধনে মো. বদিউজ্জামান বলেন, অন্যান্য দেশের মতো আমরাও প্রতি বছর এ দিবসটি পালন করে আসছি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া ও দেশকে দুর্নীতিমুক্ত করা।
‘আমরা যেন দুর্নীতিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, এ জন্য সবার সহযোগিতা চাই। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, শপথ নিন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হোন, দুর্নীতিকে বিদায় করুন। ’
তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে কাজ চালিয়ে যাচ্ছি আমরা। এ কাজে আমরা চাই সাধারণ জনগণ, সুশীল সমাজ সবাই আমাদের সঙ্গে থাকুক। আমরা এভাবেই নিশ্চিত লক্ষ্যে পৌঁছাতে চাই।
তিনি আরও বলেন, আমরা প্রতিরোধের কাজে এখন বেশি জোর দিচ্ছি। আপনারা জানেন, সারা দেশে আমরা সাধারণ জনগণের কাছে যাচ্ছি। জনগণের কাঙ্খিত সরকারি সেবা নিশ্চিতে গণশুনানির মতো কার্যক্রম শুরু করেছি।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদের নেতৃত্বে কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোটার্স এগেইনস্ট করাপশন (র্যাক) এর সদস্যগণসহ সর্বস্তরের সাধারণ মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫/আপডেট: ১২০৩ ঘণ্টা
এডিএ/টিআই/আরএইচ