ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব মানবাধিকার দিবস

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সব মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।



এ সময় বক্তারা বলেন, একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না দোষীরা। এর ফলে দোষীরা এ ধরনের কার্যক্রম থেকে বিরত হচ্ছে না। দেশে আজ প্রতিটি ধাপে ধাপে অন্যায়-অবিচার হচ্ছে, কিন্তু তার সঠিক বিচার হচ্ছে না।
 
বক্তারা বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে গেলেও এখনো বিভিন্ন পর্যায়ে মানুষেরা হয়রানি, বঞ্চনার শিকার হচ্ছে। দেশে আজ মানবাধিকার প্রতিষ্ঠা হলে এ ধরনের ঘটনা ঘটতো না। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষের ওপর আক্রমণ বেশি হচ্ছে।
 
মানববন্ধনে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধের ডাক দিয়ে বলেন, সমাজে এখনো ছোট ছোট মেয়েরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। সংখ্যালঘুরা বারবার এক শ্রেণির মানুষের কাছ থেকে নির্যাতিত হচ্ছেন। কিন্তু এসব প্রতিরোধে নেই কোনো যুগান্তকারী পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না।
 
সবার মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ ও অনিয়ম দূর করতে দরকার সবার মাঝে সচেতনতা বৃদ্ধি। আমরা সবাই যদি সচেতন হয়ে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি তাহলে সবাই ভালো থাকবো। এজন্য দরকার সংগঠিত হওয়া।
 
‘আমাদের অধিকার/ আমাদের স্বাধীনতা’, ‘গুম, খুন আর নয়/ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’- এরকম বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, হিউমান রাইটস, জাস্টিস ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট সেভ ফাউন্ডেশন, বাংলাদেশ গারো সমাধিকার সংস্থাসহ প্রায় ১০টির বেশি সংগঠন মানববন্ধনে অংশ নেয়।
 
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
একে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।