ঢাকা: ‘আলোর পথে আরও এগিয়ে’ শ্লোগানকে সামনে রেখে শুরু হওয়া জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আয়োজিত জাতীয় বিদ্যুৎ মেলার প্রথম দিন দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগে থেকেই দর্শনার্থীরা মূল ফটকের বাইরে এসে ভিড় করতে থাকেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ উদ্বোধন করার পর দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়।
পটুয়াখালীর পায়রাতে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী শাহ আব্দুল মওলা হেলাল বাংলানিউজকে বলেন, পাওয়ার প্লান্টটি সম্পর্কে মেলায় আগত দর্শনার্থীদের স্পষ্ট ধারণা দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন। এ পাওয়ার প্লান্ট বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন করবে।
মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান আহমেদ বলেন, দেশে বর্তমানে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানার জন্য এসেছি, সবার কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ আয়োজিত এ মেলা আগামী শনিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা।
বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি-বিদেশি ১০৬টি প্রতিষ্ঠানের ৩০৩টি স্টল এ মেলায় অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এইচআর/এসএস