ঢাকা: আগামী বছর থেকে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ঢাকার নাগরিকদের প্রয়োজনে বাধ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনএসসি) মেয়র আনিসুল হক।
শুক্রবার (১১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ উপলক্ষে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুল হক নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আগামী বছর থেকে আপনি না চাইলেও বাড়ির সম্মুখভাগ পরিষ্কার রাখার জন্য বাধ্য করা হবে।
‘প্রয়োজনে আপনার বাড়ির সামনে ময়লার ডাস্টবিন ও বুলডোজার রেখে আসা হবে’ যোগ করেন আনিসুল হক। এ সময় তিনি নগর পরিষ্কার রাখার ক্ষেত্রে সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব (স্থানীয় সরকার বিভাগ) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক -ই- ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসএসসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সেমিনারে স্রেডা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির বর্জ্য থেকে জ্বালানি বিশেষজ্ঞ ওয়ের্গ ভগনার।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এইচআর/আরআই