ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইডব্লিউএম’র সেবা-গ্রাহক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আইডব্লিউএম’র সেবা-গ্রাহক সম্মেলন

ঢাকা: ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) অর্ধ-দিবস সেবা-গ্রাহক সম্মেলনের (ইউজারস কনফারেন্স) আয়োজন করেছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে সেবা-গ্রাহকদের সঙ্গে মত বিনিময় ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে তাদের পরামর্শ নিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়।



আইডব্লিউএম’র নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন সম্মেলনের প্রতিপাদ্য ‘বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্য-২০৩০: আইডব্লিউএম এর ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

পানির সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ব্যাপারটি হচ্ছে পানি ব্যবহার করুন কিন্তু মাত্রারিক্ত ব্যবহার করবেন না যাতে ভবিষ্যত প্রজন্মকে বিপদে পড়তে হয়। আমরা আজ থেকে ১শ বছর পর বা হাজার বছর পরের কথা বলছি। স্থিতিশীল উন্নয়ন হচ্ছে আমাদের লক্ষ্য।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও আইডব্লিউএম’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফর আহমেদ খান।

অনুষ্ঠানে বিশ্বব্যাংক, ডিএইচআই-ডেনমার্ক, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বুয়েট, মংলা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের প্রতিনিধিরা নির্ধারিত আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।