ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশে ফেরা প্রবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ করা হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
দেশে ফেরা প্রবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘদিন বিদেশে থাকার পর ফিরে আসা প্রবাসী কর্মীরা নিজেদের সামাজিক অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারেন না। সরকার তাদের পুনঃএকত্রীকরণের কথা ভাবছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।



আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৫ উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য হলো- ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন’।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের সামাজিক ও আর্থিকভাবে সংশ্লিষ্ট করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে দেশে ফিরেই তারা সামাজিক অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারেন না। অনেক প্রবাসী বিদেশে তাদের কষ্টার্জিত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে ব্যর্থ হওয়ায় আর্থিক ঝুঁকির মধ্যে পড়েন।

এজন্য তাদের সামাজিক ও আর্থিকভাবে পুনঃএকত্রীকরণের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর চার-পাঁচ লাখ শ্রমিক বিভিন্ন দেশে কাজে যাচ্ছেন। এর ফলে একদিকে যেমন দেশের বেকারত্ব কমছে, অন্যদিকে তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। সরকারের আইন ও নীতিমালার কারণে পুরুষ কর্মীদের পাশাপাশি নারীরাও বিদেশে যাচ্ছেন। প্রশিক্ষণের ওপর জোর দেওয়ায় এখন অধিকহারে প্রশিক্ষিত জনবল বিদেশে যাচ্ছে।

তিনি আরও বলেন, অভিবাসী কর্মীদের স্বাস্থ্য, রেমেটিন্সে প্রেরণ, তথ্যপ্রবাহ, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের কল্যাণে ও সেবা প্রদানে বাংলাদেশ মিশনের শ্রম উইংগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে উইংগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষ্যণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
জেপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।