ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

ঢাকা: হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগের প্রেক্ষিতে প্রায় ১৬ হাজার চা শ্রমিক উচ্ছেদ আতঙ্কে গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সোমবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো আসক-এর এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, সরকার ওই এলাকায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সেজন্য ডানকান ব্রাদার্স নামের চা প্রস্তুতকারক  কোম্পানিকে লিজ দেওয়া ৫১১ একর জমি ফেরত নেবারও উদ্যোগ নিয়েছে সরকার।

ওই জমি সরকারের হলেও চা শ্রমিকরা শত শত বছর ধরে সেখানে বসবাস ও চাষাবাদ করে আসছে। শুধু তাই নয়, এই চা শ্রমিকদের পূর্ব পুরুষেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে অনুর্বর ও দূর্গম এ এলাকাকে বাসযোগ্য ও আবাদী অঞ্চলে পরিণত করেছে।

সরকারের যে কোনো উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় অধিবাসীদের অংশগ্রহণ ও মতামত দেওয়ার সুযোগ থাকা বাঞ্ছনীয়। কিন্তু চুনারুঘাটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার আগে সেখানকার চা শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, একই সঙ্গে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল করার কারণে কারা কী ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারেন; কীভাবে তাদের পুনর্বাসন করা যায়; বংশপরম্পরায় চা উৎপাদনের সঙ্গে জড়িতদের বিকল্প কিন্তু উপযুক্ত কর্মসংস্থান কীভাবে করা যায়-এ বিষয়গুলো বিবেচনা করা সরকারের দায়িত্ব।

‍এসব বিষয় বিবেচনা করে তড়িৎ পদক্ষেপ না নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে আসক।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।