ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খেলাঘরের জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
খেলাঘরের জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব শুরু বৃহস্পতিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে বর্ণাঢ্য ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব’ এর আয়োজন করতে যাচ্ছে কেন্দ্রীয় খেলাঘর আসর। শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আগামী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শুরু হয়ে তিন দিনব্যাপী এ উৎসব চলবে শনিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত।



তৃতীয়বারের মতো জাতীয় পর্যায়ে এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠন খেলাঘর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য ও উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন ভূঁইয়া, পলি খালেদ ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু জানান, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও বরেণ্য সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সভাপতিত্ব করবেন অধ্যাপিকা পান্না কায়সার।

দ্বিতীয় দিন শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হবে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিকেল ৫টায় রয়েছে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জমান খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশম গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করবেন অধ্যাপিকা পান্না কায়সার।

সমাপনী দিন শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হবে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা।

বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতণ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

তিনদিনই সন্ধ্যায় থাকছে বিভিন্ন মহানগর, জেলা ও অঞ্চল থেকে আসা খেলাঘরের শিশু-কিশোর এবং জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে বলা হয়, উৎসব উপলক্ষে সারাদেশের মহানগর, জেলা ও আঞ্চলিক পর্যায়ে শিশু-কিশোরদের নিয়ে চারটি বিভাগে ১৯টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর চূড়ান্ত প্রতিযোগিতা হবে ঢাকায়।

মহানগর-জেলা- আঞ্চলিক পর্যায়ের প্রথম স্থান অধিকারী শিশু-কিশোররাই অংশ নেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।  

সংবাদ সম্মেলনের বক্তব্যে অধ্যাপিকা পান্না কায়সার বলেন, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশ গঠনে বিশ্বাস করে খেলাঘর। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে ও বঙ্গবন্ধুর চাওয়া সোনার মানুষ তৈরিতে শিশু-কিশোরদের মাঝে সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই। খেলাঘরের আগামী উৎসব এ লক্ষ্য-উদ্দেশ্য পূরণে ভূমিকা রাখবে।

অধ্যাপক নিরঞ্জন অধিকারী বলেন, মৌলবাদ-জঙ্গিবাদে যেভাবে আক্রান্ত হচ্ছে সারাদেশ, সেখানে সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটিয়ে এর জবাব দিতে হবে।

অস্ত্র দিয়ে নয়, সংস্কৃতি দিয়ে আমরা পরিবর্তন চাই উল্লেখ করে তিনি আরও বলেন, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা আরও বেশি প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।