ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওমরাহ পালনে লোক পাঠাতে পারবে ৭০ এজেন্সি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ওমরাহ পালনে লোক পাঠাতে পারবে ৭০ এজেন্সি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

ঢাকা: সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য বাংলাদেশের ৭০টি এজেন্সি লোক পাঠাতে পারবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।



এর আগে দীর্ঘদিন বন্ধ রাখার পর ২১ ডিসেম্বর, সোমবার বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা খোলার ঘোসণা দেয় সৌদি আরব সরকার।

ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী বলেন, তালিকাভুক্ত ৭০টি এজেন্সিই শুধু ওমরাহ পালনের জন্য সৌদি আরবে লোক পাঠাতে পারবে।

‘তবে যদি কেউ ওমরাহ পালনে গিয়ে ফিরে না আসেন তাহলে ওই এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। ভবিষ্যতে তা নবায়ন কিংবা লাইসেন্স পাবে না। ’

বাংলাদেশ সময়:  ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।