ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনা

সাত মাসে নিহত ২৬৩৬, আহত ৪০৭০

ফররুখ বাবু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সাত মাসে নিহত ২৬৩৬, আহত ৪০৭০ ছবি: প্রতীকী

ঢাকা: চলতি বছরে ১৭ থেকে ২০ জুলাই চারদিনে (ঈদের আগের ও পরের চারদিন) সারাদেশে পৃথক সড়ক দ‍ুর্ঘটনায় ৭১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ১৬ জুলাই একদিনেই নিহত হয়েছেন ২৮ জন।

অন্যদিকে ২৪ জুলাই গাজীপুরে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৬ জনসহ মোট ৮ জন এবং টাঙ্গাইলে বাস খাদে পড়ে ৯ জনের মৃত্যু হয়।
 
হতাহতদের মধ্যে শিশু-নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ ও সেনা সদস্যসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ রয়েছে।
 
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের দেওয়া তথ্যানুসারে, ২০১৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৬শ’ ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ হাজার ৭০ জন।
 
২০১৫ সালের প্রথম সাত মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনার এমন ভয়াবহ চিত্র তুলে ধরেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সংগঠনটি।
 
সংগঠনটির দেওয়া তথ্যে দেখা যায়, ঢাকা জেলায় সর্বাধিক ২৯৬ জনের প্রাণহানি ঘটেছে। শুধু রাজধানীতে নিহত হয়েছেন ১৯১ জন। এছাড়া, গাজীপুরে ১৩৮, সিরাজগঞ্জে ১২৮, চট্টগ্রামে ৯২, নারায়ণগঞ্জে ৮৩, ফরিদপুরে একটি দুর্ঘটনায় ২৫ জনসহ ৭২, টাঙ্গাইলে ৯১, বগুড়ায় ৬১, বরিশালে ৬০, নওগাঁয় ৫৫, দিনাজপুরে ৬৪, রংপুরে ৪৮, কক্সবাজারে ৩০, পাবনায় ৩৭ ও কুষ্টিয়ায় ২৮ জনসহ সব জেলায় কমবেশি হতাহতের ঘটনা ঘটেছে।
 
চলতি বছরের জানুয়ারি মাসে ২৬৬, ফেব্রুয়ারিতে ২৪৬, মার্চে ২৮৯, এপ্রিলে ২১৫, মে মাসে ২৭৭, জুনে ২৫২টি ও জুলাইয়ে ২৭১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
 
এসব দুর্ঘটনায় জানুয়ারিতে ৪০২ জন নিহত ও আহত ৬৩৪, ফেব্রুয়ারিতে নিহত ৩৪০ ও আহত ৫১৬, মার্চে ৩৬৬ নিহত ও আহত ৫৮৬, এপ্রিলে নিহত ৩৪০ ও আহত ৩৬৪, মে মাসে নিহত ৩৮২ ও আহত ৬৫২, জুনে নিহত ৩৩৬ ও আহত ৫৯৩ জন এবং জুলাই মাসে ৪৬৯ নিহত ও আহত হয়েছেন ৭২৭ জন।
  
মর্মান্তিক দুর্ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৯ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২৫ জনের প্রাণহানি। ২২ মে পঞ্চগড়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু। ২৩ মে সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১০ ও আহত পঞ্চাশ। ২৫ মে গাজীপুরে যাত্রীবাহী লেগুনার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ৭।
 
এছাড়া ১৫ জুন ময়মনসিংহের মুক্তাগাছায় একই পরিবারের ৪ জন ও হবিগঞ্জের নবীগঞ্জে একই পরিবারের ৫ জনের প্রাণহানি ঘটে।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এফবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।