ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় কার্গো জাহাজের মাস্টার-সুকানিকে অপহরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
মেঘনায় কার্গো জাহাজের মাস্টার-সুকানিকে অপহরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে কয়লা বোঝাই বিউটি অব ভাগ্যকুল নামে একটি কার্গো জাহাজের মাস্টার কামরুল ইসলাম ও সুকানি জসিমকে অপহরণ করেছে দস্যুরা। অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে তারা।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে রামগতি উপজেলার মেঘনা নদীর টাংকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত দুইজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে কয়লা বোঝাই কার্গো জাহাজ বিউটি অব ভাগ্যকুল চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে জাহাজটি রামগতি ও হাতিয়ার সীমান্তবর্তী টাংকির বাজার এলাকায় পৌঁছালে দস্যুরা হানা দেয়। এসময় জাহাজের মাস্টার কামরুল ইসলাম ও সুকানি জসিম উদ্দিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা। এরপর থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে।

অপহৃত দুই নাবিককে উদ্ধারের চেষ্টা ও দস্যুদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।


বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।