ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী:  রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর চকপাড়া আহমেদিয়া জামে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি দায়ের করা হয়।



রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলায় আসামির সংখ্যা জানাতে চাননি তিনি।

এর আগে শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের সময় সৈয়দপুর চকপাড়া আহমেদিয়া জামে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী নিজেই নিহত হন। আহত হন আরও ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এরা হলেন- সৈয়দপুর চকপাড়া গ্রামের ভলয় তালুকদারের ছেলে ময়েজ উদ্দিন (৪০), বলয় তালুকদারের ছেলে সাহেব আলী (৩৬) ও একই গ্রামের মুকুল হোসেনের ছেলে নয়ন (১২)। এদের মধ্যে ময়েজ উদ্দিন ও সাহেব আলী চাচাতো ভাই। আর নয়ন উপজেলার মচমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বাকি আহত ব্যক্তিদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

মসজিদে বোমা হামলার ঘটনার খবর পেয়ে বিকেলে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, হামলাকারীর পরিচয় জানা যায়নি। তার পরিচয় সনাক্ত করার জোর চেষ্টা চলছে। এ ব্যাপারে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএস/আরএম

** ‘আগে টের প্যাইলে ধইরা ফেলতু’
** বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমায় হামলাকারী নিহত
** বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমায় হামলাকারী নিহত
** আজান শেষে সবার আগে মসজিদে প্রবেশ করে হামলাকারী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।