রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নে খেঁজুরের রস পান করে দুই বোনসহ ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা হলো, নানা বাড়িতে বেড়াতে আসা গোয়ালন্দ উপজেলার রায়পুর গ্রামের ইদ্রিস মোল্লার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সিমা (১৯) ও তার বোন উর্মি (১৭), রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া এলাকার কালাম মোল্লার ছেলে ইমন মোল্লা (১৪), একই এলাকার করামুলের ছেলে শাকিল (১৪) ও রশিদ মোল্লার ছেলে মিল্টন মোল্লা (১৪)।
ইমনের বাবা কালাম মোল্লা জানান, রাস্তার পাশ থেকে খেঁজুরের রস পান করে তার ছেলেসহ ওই ৫ জন। সন্ধ্যা সাড়ে ৭টার পর হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ বাংলানিউজকে জানান, ওই ৫ জনকে ওয়াশ করে ওর্য়াডে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআর