বরিশাল: ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে দুপক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে নলচিড়া ইউনিয়নের সোহেল মোল্লার সঙ্গে পিঙ্গলাকাঠি গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার ও ইলমা ইয়াসমিন দম্পতির কথা কাটাকাটি হয়। যে ঘটনার জের ধরে ওইদিন বিকেলে সোহেলের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেল যোগে ২০-২৫ জনকে নিয়ে বেল্লালের মামা আলম শিকদারের পিঙ্গলাকাঠি বাজার সংলগ্ন বাড়িতে হামলা চালায়। পরে ওই বাড়ি ও বাজারের লোকজন পাল্টা হামলা চালালে ওই বাড়ির সামনের রাস্তায় ওপর উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে সাত নারীসহ দুপক্ষের ১৫ নেতা-কর্মী আহত হন। এ সময় সোহেলের সমর্থকরা সংঘর্ষে টিকতে না পেরে পাঁচটি মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে হারুন সমর্থকরা ফেলে যাওয়া ওই মোটরসাইকেলগুলো ভাঙচুর করে।
আহতদের মধ্যে আটজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাতে দুপক্ষের পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসব বিষয়ে নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
আবার এ ব্যাপারে হারুন সিকদারের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও নম্বর বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমএস/এসআরএস